উইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার খেলার সম্ভাবনা নেই- এমন ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এবার তিনি সুর পাল্টে জানালেন, মাশরাফি নাকি ওয়ানডে সিরিজে খেলবেন।
মঙ্গলবার (২০ নভেম্বর) রাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বিসিবি সভাপতি বলেন, মাশরাফির সঙ্গে আমার কথা হয়েছে। যখন খেলা থাকবে, ও খেলবে। এখনো ওর কাছে ক্রিকেট সবার আগে। ওর যতগুলো ম্যাচ আছে, সবগুলো খেলবে বলে আমরা বিশ্বাস করি। এটাই আমাদের ইচ্ছা।
তিনি বলেন, নির্বাচনের ঝামেলা পাশ কাটিয়ে যদি সুযোগ থাকে, তবে মাশরাফি খেলবেন।
এখন যে সব বলে দিচ্ছি, হুবহু হবে এমন তো কোনো ঠিক নেই। ও নিজেও হয়তো এখন বলছে খেলবে। ওই সময় হয়তো খেলতে পারল না একটা ম্যাচ। আমি জানি না খেলবে কি না, তবে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি মাশরাফি সবগুলো খেলা খেলবে।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাশরাফি বিন মুর্তজা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পরে ১৫ নভেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে জানান, তার প্রার্থিতা প্রায় নিশ্চিত থাকায় নির্বাচনের আগে তিনি নিজ এলাকায় প্রচারণায় ব্যস্ত থাকবেন। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফির খেলা সম্পূর্ণ অনিশ্চিত।
যদিও খেলা বা না-খেলার বিষয়ে মাশরাফি নিজে গণমাধ্যমকে কোনো কথা বলেননি।