মোঃ আরিফ হাসান
………………………
অনন্তকাল লাখো কোটি দরুদও সালাম-প্রিয় নবী বিশ্ব নবী তোমার মাধ্যমে’ই’
পেয়েছি পবিত্র কালাম-অনন্তকাল দরুদও সালাম….
আল্লাহ্ পাঠালেন তোমায়
ঐ দুর মরুর দেশে-উম্মতের লাগি কাণ্ডারীর বেশে- আসমান জমীন সকলে’ই’ হাসে-পড়ে সবে এক সাথে দরুদও সালাম….
উম্মতের লাগি-কতো রাত রহিয়াছ জাগি-দিবানিশি ভেবেছ উম্মতের কথা’ আবুজেহেল কত’ই’না দিল তোমায়!হৃদয়ে ব্যাথা!আমি আজি পড়ছি দরুদ-লওহে সালাম….
সারা জাহানের আলোর দিশারী তুমি,তোমার নামে দুরুদ পড়ে সবাই শান্তি নিয়ে এসেছিলে তুমি,পড়ে দরুদ-
সারা জাহানের কূলমাখলুক
লও’হে’ সালাম….
তোমার তরে’ই’সকল সৃষ্টি-ভাল কর্মে মিলিবে’সু’মধু মিষ্টি তোমার’ই’বানি,খারাপ কর্মের হবে সাজা এটাও উম্মত মোরা জানি-পাপি উম্মতেরে ক্ষমহে নবী লওহে দরুদও সালাম….