ব্রেকিং নিউজ

বিশাল সুঃখবরঃ অবশেষে সেরা দশে মুস্তাফিজ

আইসিসির সর্বশেষ প্রকাশিত বোলিং র্যাংকিংয়ে সেরা দশে উঠে এসেছেন বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমান। এদিকে ক্যারিয়ারের শুরুতে অসাধারণ বোলিং করে আলোচনায় ঝড় তুলেছিলেন মোস্তাফিুজর রহমান।

তাছাড়া এশিয়া কাপে দুর্দান্ত বোলিংয়ের পর জিম্বাবুয়ে সিরিজেও দুই ম্যাচ খেলে ভালো করার সেই সুবাধে ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে ১০ নম্বরে উঠে এসেছেন তিনি।

এদিকে তিনি অনেক দিন পর ইনজুরি কাটিয়ে এশিয়া কাপে নতুন এবং পুরোনো বলে অসাধারণ কিছু ডেলিভারি দিয়েছেন দেশের অন্যতম সেরা হয় এ পেস বোলার। ৫ ম্যাচে ১০ উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ। এর পর জিম্বাবুয়ে সিরিজে দুই ম্যাচে দারুন বোলিং করে নিয়েছিলেন দুই উইকেট।

খুশির খবর পেলেন মোস্তাফিজুর রহমান, তার সেই পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসি র্যাংকিংয়েও। ওয়ানডে ক্রিকেটে বোলারদের খসড়া
তালিকায় আগের ১২ তম অবস্হান থেকে দুই ধাপ উন্নতি হয়েছে তার। বোলারদের তালিকায় ৬৭১ রেটিং পয়েন্ট নিয়ে ১০তম স্থানে উঠে এসেছেন তিনি।

আইসিসি প্রকাশিত সর্বশেষ আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিংঃ
১. জাসপ্রিত বুমরাহ (৮৪১),২. রশিদ খান (৭৮৮),৩, কুলদিপ জাদব (৭২৩),৪, কাগিস রাবাদা (৭০২),৫, জুবেন্দ্রা চাহাল (৬৮৩),৬, আদিল রাশিদ (৬৮৩),৭, ট্রেন্ত বোল্ট (৬৮২),৮, মুজিব জাদ্রান (৬৭৯),৯, জোশ হ্যাজলউড ( ৬৭৫),১০. মোস্তাফিজুর রহমান (৬৭১)

Leave a Reply