ব্রেকিং নিউজ

নড়াইল নয়, যে আসনে মনোনয়ন পেতে পারেন মাশরাফি !

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকার কোনো একটি আসনে মনোনয়ন পেতে পারেন বাংলাদেশ ওয়ানডে দলে অধিনায়ক তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।

দলীয় সূত্রে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে ঢাকা থেকে টানা দুবার নির্বাচিত আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা দলীয় মনোনয়ন পাচ্ছেন না এবার। তিনি এর আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠনেরও শীর্ষনেতা ছিলেন। মূলত আওয়ামী লীগের দুপক্ষের মধ্যকার চরম বিভেদের কারণেই দলের ওই কেন্দ্রীয় নেতা এবার মনোনয়ন পাচ্ছেন না।

সম্প্রতি তার আসনভুক্ত এলাকায় দলীয় কোন্দলে দুটি খুনের ঘটনাও ঘটেছে। ওই আসনে মনোনয়ন পেতে পারেন নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রাহক জাতীয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।

গত ১১ নভেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন দেশসেরা ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মনোনয়ন কেনার আগে মাশরাফি বিন মুর্তজা ওই দিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এবং তার কাছে দোয়া চান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার প্রার্থী হওয়ার বিষয়টা দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল।

Leave a Reply