ব্রেকিং নিউজ

টেস্ট র্যাঙ্কিংয়ে আটে উঠার সুযোগ বাংলাদেশের

আসন্ন টেস্ট সিরিজে র্যাঙ্কিংয়ে উন্নতির বড় সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। উইন্ডিজদের হোয়াইট ওয়াশ করলেই র্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে আসবে টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হেরে রাটিং পয়েন্ট হারালেও দ্বিতীয় টেস্টে জিতে আগের পয়েন্ট ফিরে পায় রিয়াদ-মুশফিকরা। বর্তমানে টাইগারদের মোট রেটিং পয়েন্ট ৬৭।

কোরিবিয়ানদের থেকে ৯ পয়েন্ট কম নিয়ে সিরিজ শুরু করলেও সুযোগ থাকছে তাঁদের পেছনে ফেলার। ২-০তে সিরিজ জিতলে বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৭৫ রেটিং পয়েন্টে।

তখন উইন্ডিজদের পয়েন্ট কমে হবে ৭১। আবার ১-০ তে সিরিজ জিতলেও তাঁদের থেকে এগিয়ে যাবে বাংলাদেশ। তখন বাংলাদেশের পয়েন্ট হবে ৭৩ এবং উইন্ডিজদের হবে ৭২।

0-0 ব্যবধানে সিরিজ শেষ হলে আগের পয়েন্টেই থাকবে দু’দল। আবার সফরকারীদের বিপক্ষে হেরে গেলে পয়েন্ট হারাবে বাংলাদেশ দল। ১-১ ব্যবধানে সিরিজ শেষ হলে উইন্ডিজদের পয়েন্ট হবে ৭৫ এবং বাংলাদেশের ৬৮।

১-০ ব্যবধানে সিরিজ হারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৬৩ পয়েন্টে তখন উইন্ডিজদের রেটিং পয়েন্ট হবে ৭৮। সিরিজে হোয়াইট ওয়াশ হলে ৬১ রেটিং পয়েন্টে নেমে যাবে সাকিব-রিয়াদরা। তখন সফরকারীদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৮০ পয়েন্টে।

Leave a Reply