ফুটবলে নতুন নাম বসুন্ধরা কিংস। বেশ আলোড়ন সৃষ্টি করেই মাঠে এসেছে এ দল। খেলাতেও ঠিকই তার প্রমাণ দিয়ে দিল। প্রথমবারের মতো ফেডারেশন কাপে খেলতে এসেই ফাইনালে পা রেখেছে বসুন্ধরা কিংস।
আসরের দ্বিতীয় সেমি ফাইনালে শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়েছে নবাগত দলটি। আগের দিন ফাইনাল নিশ্চিত করেছিল আবাহনী লিমিটেড। ফলে শুক্রবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আবাহনী ও বসুন্ধরা।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন বসুন্ধরা কিংসকে ফাইনালে তুলেছেন তৌহিদুল আলম সবুজ। যোগ করা সময়ে তার করা গোলেই জয় পায় কিংসরা। বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন সবুজ।
এদিন দারুণ দারুণ সব আক্রমণের পরও গোলবঞ্চিত হচ্ছিল বসুন্ধরা। দলটির বিশ্বকাপ তারকা দেনিয়েল কলিনদ্রেসও গোল পাচ্ছিলেন না। ২০১২ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল খুব বেশি আক্রমণ করতে পারেনি। তবে নিজেদের গোলমুখ অক্ষত রেখে এগিয়ে চলেছিল তারা।