ব্রেকিং নিউজ

বল হারালেন সৌম্য

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দিনের প্রথম সেশনের খেলা যেভাবে শেষ করেছিলেন ঠিক একইভাবে বিরতির পর আবারো শুরু করে বিসিবি একাদশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাদমান ইসলাম। অর্ধশতক পূর্ণের অপেক্ষা নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যায় সৌম্য ও সাদমান। বিরতি থেকে ফিরে অপেক্ষা আর বাড়াননি সৌম্য। সেশনের দ্বিতীয় ওভারেই কাঙ্ক্ষিত অর্ধশতক তুলে নেন তিনি।

অর্ধশতক পূর্ণের পর ভয়ঙ্কর রূপ ধারণ করে বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। আক্রমণাত্বক ব্যাট চালাতে থাকা সৌম্য। এতটাই ভয়াবহ যে ওয়ারিক্যানের করা ৩০তম ওভারে বিশাল ছক্কায় বল হারান তিনি। পর ৩১তম ওভারে দেব্রেন্দ্র বিশুর বলেও স্টেডিয়াম ছাড়া করেছেন আরো একটি বল।

সতীর্থদের এমন আক্রমণাত্বক ব্যাটিংয়ের বিপরীতে নিজেকে কিছুটা গুটিয়ে খেলা সাদমান অর্ধশতকের পথে হাঁটলেও কাঙ্ক্ষিত অর্জনের দেখা পেতে কিছুটা বিলম্ব হচ্ছে তার।

এ দুই বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাটে চড়ে সফরকারীদের ভালো জবাব দিচ্ছে বিসিবি একাদশও। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে বিসিবি একাদশের সংগ্রহ বিনা উইকেটে ১২৩ রান। এ প্রতিবেদন লেখার সময় ৭৭ রানে সৌম্য ও ৪৫ রানে ব্যাট করছেন সাদমান।

এর আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তের পর ব্যাটসম্যানদের ধারাবাহিকতায় ৬ উইকেটে প্রথম ইনিংসে ৩০৩ রানের পুঁজি পায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান আসে শাই হোপের ব্যাট থেকে। তাছাড়া পাওয়েল করেন ৭২ রান।

আগের দিনের দাপুটে ব্যাটিংয়ের পর ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনে আর ব্যাট না করার সিদ্ধান্ত নিয়ে বোলিং অনুশীলনে মন দেয়াকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন সফরকারী দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। যার ফলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকদের ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি।

ক্যারিবীয়ানদের বিপক্ষে স্বাগতিক বোলারদের মধ্যে কেউ আলাদাভাবে নজর কাড়তে না পারলেও নাঈম সর্বোচ্চ দুটি উইকেট ও শফিউল, রাব্বি, সৌম্য, রুবেল হোসেন প্রত্যেকে নেন একটি করে উইকেট।

Leave a Reply