ব্রেকিং নিউজ

সিরাজগঞ্জে নজরুল ইসলাম হাশেমের নেতৃত্বে বিএনপির দুর্গ এখন আ” লীগের


মো জহির রায়হান – সিরাজগঞ্জ প্রতিনিধি
:
সিরাজগঞ্জ জেলায় বিএনপির দুর্গ বলে পরিচিত পৌরসভার তিনটি মহল্লা হোসেনপুর, মালশাপাড়া, ধানবান্ধি এখন অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাতের উন্নয়ন ও সফলতায় আওয়ামীলীগের দুর্গে পরিনত হয়েছে। আর এই কাজটি করতে অগ্রনী ভুমিকা পালন করেছেন সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম – সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলর কর্মীদের বিপদ এবং প্রয়োজনের আশ্রয়স্থল নজরুল ইসলাম হাশেম।

বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্প সমুহের প্রচার এবং অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্নার উন্নয়ন গাথা তুলে ধরে ও বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস এর কথা প্রচার করে উক্ত এলাকার ভোটারদের মাঝে অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্নার নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য উদবুদ্ধ করেছেন।

এ ব্যাপারে ধানবান্ধি এলাকার মুদি দোকানদার জয়নাল বলেন,” আগে কেউ কখনো সিরাজগঞ্জের এতটা উন্নয়ন করে নাই যতটা মুন্না এমপি করেছেন, আমরা হাশেম ভাইয়ের ব্যানার, পোষ্টার ও প্রজেক্টরে দেখানো দৃশ্যমান উন্নয়ন দেখে আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা এখন উন্নয়নের ধারাবাহিকতা চাই আর তাই এবার আমরা মুন্না ভাইয়ের নৌকা প্রতীকে ভোট দিব। এবং যারা বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসে জড়িত তাদের আইনের আওতায় তুলে দিব”।

Leave a Reply