ব্রেকিং নিউজ

মাদক একটি দেশের অভিশাপ,তাই মাদককে নির্মূল করতেই হবে-জেলা প্রশাসক বগুড়া

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ মাদক একটি দেশের অভিশাপ, একটি পরিবারের কান্না। তাই মাদককে নির্মূল করতেই হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিয়ে এসব প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলোর ব্যাপারে জিরো টলারেন্সনীতি ঘোষনা করেছেন। অবশ্যই এ জেলাকে আমরা সবাই মিলে মাদকমুক্ত করবো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সকল পেশার মানুষকে সার্বিক সহযোগিতা করতে হবে। দুপচাঁচিয়া থানার উদ্যোগে ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিয়ে এবং আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ উপরোক্ত কথাগুলো বলেন।

রোববার বিকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম এর সভাপতিত্বে ও দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুস সালাম এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন, আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর রহমান, সহকারী কমিশনার(ভূমি) জেসমিন প্রধান, দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহবুবার রহমান তালুকদার মুকুল, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, তালোড়া পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম, সরওয়ার খান, আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসলাম প্রমুখ। এসময় উপজেলার মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, আলেম-ওলামা সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply