নির্বাচন পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করবে বিপিএল শুরুর দিনক্ষণ। পরিস্থিতি অনুকূলে না থাকলে টুর্নামেন্ট কয়েকদিন পিছিয়ে যেতে পারে বলে জানান বিসিবি পরিচালক জালাল ইউনুস। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ৫ জানুয়ারি।
তবে নির্বাচন পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক না থাকলেও পেছাতে পারে বিপিএল। এমন ইঙ্গিত বিসিবির। জালাল ইউনুস বলেন, ‘আমরা ৫ জানুয়ারি সময় দিয়েছি। নির্বাচনের পরে এক সপ্তাহের মতো সময় আছে। আমার মনে হয় না কোন সমস্যা হবে।
দুই তিন দিন হয়তো সমস্যা থাকতে পারে কিন্তু বিপিএল যখন শুরু হবে আমার মনে হয় না তখন সেই ধরনের সমস্যা থাকবে। আর যদি নির্বাচন আবার পেছায় তাহলে আমরা সেবাবে বিপিএলকে অ্যাডজাস্ট করে নেবো। সেভাবে ফ্রঞ্চাইজিগুলোর সঙ্গে কথা হয়েছে।’-সময়নিউজ