ব্রেকিং নিউজ

যায়না হৃদয় কেনা


মোঃ আরিফ হাসান

হায়রে ভালোবাসা
ভিতরে অগ্নিশিখা ঘুরতে থাকে।

কমল হৃদয়টাও পুড়তে থাকে।
পাষাণীর কছে পায়না কভু দাম।
স্বপ্ন স্বপ্নই থাকে ভালোবাসা হয় নিলাম।

জীবনের দামে আজ জীবনের হয়না লেনাদেনা। কমল হৃদয় দিয়ে আজ যায়না হৃদয় কেনা।
ধূসর জীবন।কেহ করেনা আপন।

অতি অবহেলায় জীবন কেটে যায়।
তবুও তাহারই ভাবনায়।
হাটেনা মোর পা দুখানা জোর করেই হাটি আমি।

খুঁজে বেড়াই অমৃত ভালোবাসা যাহা অতিব দামি।

Leave a Reply