ওয়াইনালডাম এবং মেমফিস ডিফাই এর গোলে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করলো নেদারল্যান্ড। এই জয়ে তারা নেশন্স লীগের পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো।
ঘরের মাঠে যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে নেদারল্যান্ড। ম্যাচের শুরু থেকেই ফ্রান্সের রক্ষণে একের পর এক আক্রমন চালাতে থাকে ডাচরা। যদিও গোলের দেখা পেতে পেতে শেষ হয়ে যায় ম্যাচের প্রায় প্রথম অর্ধ। ৪৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ওয়াইনালডাম।
আর ম্যাচ শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে গোল করে দলের জয় নিশ্চিত করেন মেমফিস ডিফাই।
এই জয়ে নেশন্স লীগের পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা এখনো বাঁচিয়ে রাখলো নেদারল্যান্ড। শেষ ম্যাচে জার্মানির সাথে ন্যূনতম ড্র করলেই তারা চলে যাবে পরের রাউন্ডে।