ব্রেকিং নিউজ

খুলনা টাইটান্সের জন্য বড় সুখবর

জিম্বাবুয়ের বর্তমান দলটির সেরা তারকা কোন সন্দেহ ছাড়াই ব্রেন্ডন টেলর। জিম্বাবুয়ের ক্রিকেটের রাজপুত্রও বলা যায় তাকে। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের পুরো সিরিজে হেঁসেছে তার ব্যাট। তবে তার দল হেঁসেছে একবারই। প্রথম টেষ্টে।

ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচেই বাংলাদেশের কাছে পাত্তা পায়নি জিম্বাবুয়ে। অথচ তিন ম্যাচের দুটিতেই ৭৫ রান করে করেন জিম্বাবুয়ের এই তারকা।

বাংলাদেশের বিপক্ষে টেষ্ট সিরিজের প্রথম টেষ্টে হাঁসেনি তার ব্যাট। তবে হেঁসেছে তার দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে হেঁসেছে তার ব্যাট। বাংলাদেশের এত বড় রানের বোঝা মাথায় নিয়ে বাকিরা যেখানে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত, সেখানে উজ্জল ব্যাতিক্রম ছিলেন তিনি। দুটি ইনিংসেই সেঞ্চুরী তুলে নিয়েছেন এই্ তারকা।

জিম্বাবুইয়ান এই তারকার ব্যাটিংয়ে বেজায় খুশিই হতে পারে খুলনা টাইটান্স। কেননা, বিদেশী খেলোয়ারদের মধ্যে হয়তো সেরা তারকাই তাদের দলে টেলর। বাকি যারা আছে তাদের মধ্যে একমাত্র টেলরই ধারাবাহিক ভাবে ভালো খেলছেন এই বছরটিতে। তাই তাকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে খুলনার ফ্রাঞ্চাইজিটি।

Leave a Reply