ব্রেকিং নিউজ

উইন্ডিজের সাথে সিরিজ হারলে বা জিতলে র্যাংকিংয়ে আসবে যে পরিবর্তন

আগামী ২২শে নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করে দিয়েছে।

এই সিরিজে হারলে বা জিতলে বাংলাদেশ দলের র্যাংকিংয়ে আসতে পারে বেশ পরিবর্তন। যদি বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজ জিতে তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৩ এবং উইন্ডিজের ৭২। আবার বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫ এবং উইন্ডিজের ৭১।

অর্থাৎ সিরিজ জিতলেই র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে যাওয়ার সুযোগ থাকছে তাইজুল-মিরাজদের সামনে। তবে র্যাঙ্কিংয়ে অনেক বেশি পয়েন্ট হারানোর সম্ভাবনাও থাকছে।

উইন্ডিজ যদি ০-১ ব্যবধানে সিরিজ জিতে তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬৩ হবে, আর উইন্ডিজের হবে ৭৮। এছাড়া উইন্ডিজ ০-২ তে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৬১, উইন্ডিজের ৮০। আর সিরিজড্র হলে বাংলাদেশের হবে ৬৮ এবং উইন্ডিজের হবে ৭৫।

Leave a Reply