এএস রুবেল::ক্যারিবিয়ানদের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১ম টেস্টের জন্য তল ঘোষণা করেছে বিসিবি। শনিবার দুপুরে গণমাধ্যমের কাছে প্রথম টেস্টের জন্য দলে থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়েছে।
২২ নভেম্বর থেকে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।তবে নতুন করে পাজরে চোট পাওয়াতে নেই তামিম ইকবাল।এছাড়াও ১৩ সদস্যের দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা নাঈম হাসান। অনূর্ধ্ব ১৯ দলের এই স্পিনার শ্রীলঙ্কার বিপক্ষে গত জানুয়ারির পর আবারো জাতীয় দলে ডাক পেলেন।
এছাড়া দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। দলে দুই পেসারের পাশাপাশি তাঁর মিডিয়াম পেস কাজ লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। সৌম্য সবশেষ টেস্ট খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের অক্টোবরে।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের দলে থাকা নাজমুল অপু, টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, লিটন দাস বাদ পড়েছেন। পেস বোলারদের মধ্যে দুই টেস্টের সিরিজে সুযোগ না পাওয়া শফিউল ইসলামের সাথে ছিঁটকে গেছেন আবু জায়েদ রাহী।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান(অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমদ এবং নাঈম হাসান।