ব্রেকিং নিউজ

আগফৌদ নারাইনপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত


মুফিজুর রহমান নাহিদ, সিলেট প্রতিনিধিঃ
বৃহত্তর সিলেটের অবহেলিত জনপদ গাছবাড়ীসস্থ আগফৌদ নারাইনপুর পুরতান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিএস সি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষ্যে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা ও দুআ মাহফিল সম্পূর্ণ হয়েছে। উক্ত পগ্রামে প্রধান অথিতির বক্তব্যে গাছবাড়ি মর্ডাণ একাডেমির ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট সামজ সেবক ও শিক্ষানুরাগী মাষ্টার জালাল উদ্দিন বলেন“এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”
যদিও নবজাতকের আগমন ধ্বনি হলো কান্না তবুও এই কান্না আমাদেরকে আনন্দে ভাসায়।

মনের মধ্যে সুখের সঞ্চার করে। আজকে আমার সম্মুখে যারা বসে আছো তোমরাই শিশু তোমরাই আগামী দিনে আভির্ভূত হবে সমাজ ও রাষ্ট্রের কর্ণধার হিসেবে। আর এজন্য তোমারদের হাতে ভবিষ্যৎ নির্মিত হবে বলে পৃথিবীকে তবাসযোগ্য করে তুলতে এত প্রচেষ্টা। আজকে যে শিশু অবোধ, অবুঝ, আগামী দিনে সেই হবে দেশের বুদ্ধিজীবী কিংবা কীর্তিমান মহামানব/মানবী। তোমাদের হাতেই থাকবে দেশ ও দেশের ভবিষ্যৎ।এবং আগামি কালকে থেকে শুরু হওয়া সকল পিএস সি পরীক্ষার্থীদের জন্য দুআ রইল।

অনু্ষ্ঠানটি উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাষ্টার আবুল কালামের স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের৩য় শ্রেণীর শিক্ষার্থী সানিউল হকের ক্বোরআন তিলাওয়তের মাধ্যমে সহকারী শিক্ষক ছাব্বির আহমেদের পরিচলনায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসাবে উপস্হিত ছিলেন,৮নংঝিংগাবাড়ী ইউপির দইবারের নির্বাচিত ৪নং ওয়ার্ড সদস্য জননেতা শরিফ উদ্দিন, কনাইঘাট উপজেলা প্রেসক্লাবের কার্যকারী পরিষদ সদস্য সাংবাদিক জয়নাল আবদীন,প্রাথমিক বিদ্যালয়ের প্রবিণ শিক্ষক মোছাঃশিরিন নেহার,বাংলাদেশ কবি লেখক ফোরাম ঢাকা এর সিলেট বিভাগীয় কমিটির সাহিত্য সম্পাদক কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের কার্যকারী পরিষদ সদস্য জাতীয় অনলাইন জনগণের কণ্ঠ ঔ দৈনিক আজকের হিলি বার্তার সিলেট প্রতিনিধি সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, নারী নেত্রী রুবী নারী চন্দ,প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা শাকিরা বেগম, সহকারী শিক্ষিকা মমতা বেগেম প্রমুখ।

এসময় প্রধান আকর্ষণ হিসাবে উপস্হিত ছিলেন,অত্র বিদ্যালয়ের কমল মতী শিক্ষার্থীবৃন্দ। এসময় বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফিজ মাহবুবুর রশিদের মুনাজাতের মধ্যমে অনু্ষ্ঠানটির সমাপ্তি হয়।

Leave a Reply