মুফিজুর রহমান নাহিদ, সিলেটপ্রতিনিধিঃ সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউপির ধলিবিল দক্ষিণ (নওয়াগাঁ পশ্চিম) বরকত উল্লাহ সাহেবর বাড়ীতে এক দল ডাকাত হানা দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বরকত সাহেবর বাড়ীর লোকজন ২ জন মহিলাকে ঘরে রেখে নিকট আত্মীয়ের বাড়ীতে দাওয়াত খেতে যান। এই সুযোগে পুরুষশূণ্য বাড়ীতে আজ সন্ধা ৬.৪৫মিনিটের সময় মুখোশধারী কয়েকজন লোক বাড়ীর বিতরে প্রবেশ করে মাহিলাদেরকে ধমক দিয়ে বলেন তোমারা সকল রুমে তালা খুলে দাও এবং তোমারদের যা কিছু আছে সেগুলো আমাদের হাতে ভালো ভাবে দিয়ে দাও তা না হলে তোমারদেকে জানে মেরে ফেলব। কিন্তুু বাড়ীতে দু’জন মহিলা থাকায় একজন মুখোশধারী ডাকাত দলের সাথে কথা বলতে থাকেন,অপর মহিলা কৈশলে পিছনের রুমে গিয়ে তার এক আত্মীয়ের কাছে ফোন করে বাড়ীতে ডাকাত ঢুকে গেছে বলে জানালে তার সেই আত্মীয় সাথে সাথে পাশ্ববর্তী মসজিদ গুলোতে এলান্স করে এলাকা বাসিকে অবগত করেন।
তখন এলাকাবাসি এলান্স শুনে লাটিচটা নিয়ে এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যাও। তবে এলাকাবাসি জানায়,মুখোশধারী থাকায় কারো পরিচয় শনাক্ত করা যায় নি। এঘটনার খবর পেয়ে সিলেটের দিনকালের প্রতিনিধি জয়নাল আবদীন আজাদ, হিলি বার্তার কানাইঘাট প্রতিনিধি ফজলুর রহমান জিবন, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের কার্যকারী পরিষদ সদস্য জাতিয় দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক আজের হিলি বার্তার বিশেষ প্রতিনিধি সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, সুশীল সমাজের প্রতিনিধি হাঃআমিন উদ্দিন সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি উক্ত উপজেলা প্রশাসনকে অবগত করেন।