পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার চোটের জন্য বাংলাদেশ সফর থেকে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দলের সহ-অধিনায়ক ক্রেইগ ব্র্যাফেটের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে এ দল ঘোষণা করা হয়েছে।
২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দু’দলের মধ্যকার প্রথম টেস্টের আগে কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে ১৮ ও ১৯ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র দু’দিনের প্রস্তুতি ম্যাচে লড়বে সফরকারীরা।
বাংলাদেশ সফরের উইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাফেট (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জামার হ্যামিলটন, শিমরন হেটমায়ার, শেই হোপ, শারমন লুইস, কিমো পল, কিরান পাওয়েল, রেইমন রেইফার, কেমার রোচ এবং জোমেল ওয়ারিকান।