সুজন দাশ, চট্টগ্রাম প্রতিনিধি, জনগণের কণ্ঠ ঃ সুখছড়ীর গ্রামের রত্নাগর্ভা রমনী প্রতিভা রানী দাশ স্মৃতি বৃত্তি এর চেক বিতরণ অনুষ্ঠান আজ সকাল ১১ ঘটিকার সময় সুখছড়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্গীয় প্রতিভা রানী দাশ এর সুযোগ্য পুত্র, অত্র সুখছড়ী গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মেকানিকাল ডিপার্টমেন্ট এর অবসর প্রাপ্ত বিভাগীয় প্রধান অত্র মেমোরিয়াল স্কলারশীপ এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. দীপক কান্তি দাশ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন ব্যক্তিত্ব জনাব আবদুল জলীল, সাধন বিকাশ দাশ, স্বপন চৌধুরী, সুখছড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরষদের সম্মানিত সদস্য অনজন দাশ, সুখছড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা সম্মানিত সভাপতি, তরুন সংগঠক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সা:সম্পাদক ডা.রিটন দাশ, আমিরাবাদ ৯নং ওয়ার্ড ইউপি মেম্বার মৃনাল কান্তি দাশ।
এতে সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো: আলী জিন্নাহ, সহকারী প্রধান শিক্ষক অনুপ কান্তি দাশ, সহকারী শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, মোবারক আলী, দেবাশীষ আচার্য্য ও অফিস সহকারী সাইফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড.দীপক কান্তি দাশ বলেন ছাত্রদের প্রধান কাজ ই হচ্ছে লেখাপড়া করা। জীবনে যারা ২০ থেকে ২২ বছর এভাবে পড়ালেখায় নিজেকে নিয়োজিত রাখতে পারে তারাই জীবনে সফলতা পায়।
আর এধরনের প্রণোদনা মুলক স্কলারশীপ শিক্ষার্থীদের তাদের লেখা পড়ায় স্পৃহা বাড়িয়ে নিতে কার্যকরী ভূমিকা পালন করে।
জীবনে বড় হতে হলে একনিষ্ঠার সাথে জ্ঞান অর্জন চালিয়ে যেতে হয়। এভাবে অর্জিত শিক্ষাই মানুষকে একদিন সফলতার আসনে বসায়।
অনুষ্ঠানে অপর অতিথি মাষ্টার আবদুল জলীল বলেন শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এমন দূরত্ব সব সময় থাকা উচিত যাতে প্রয়োজনীয় শাসন সবসময় করা যায়। এই দূরত্ব বজায় না থাকলে। আজকালকার ছেলেদের মানুষ করা খুব কষ্ট কর। তিনি অত্র বিদ্যালয়ের উন্নয়নে এলাকার সর্বস্থরের জনগনকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানের শেষ দিকে সম্মানিত অতিথি ২০১৯ সালের এস এস সি পরীক্ষার্থদে নির্বাচনী পরীক্ষায় তিন বিভাগে ১ম স্থান অধিকার তিন শিক্ষার্থীর হাতে স্কলারশীপের চেক ও সনদ পত্র তুলে দেয়া হয়।
এবছরের স্কলারশীপ প্রাপ্ত তিন কৃতি শিক্ষার্থী হলেন বিজ্ঞান বিভাগে ইসতেহাব বিন মান্নান রোমেল, মানবিক বিভাগের জান্নাতুল মাওয়া রিয়া এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পূজা দাশ।