ব্রেকিং নিউজ

অবশেষে পিএসএলে গোল্ড ক্যাটাগরিতে সাব্বির-আরিফুল-জাকির

২০১৯ পাকিস্তান সুপার লিগের  (পিএসএল) প্লেয়ারর্স ড্রাফটে তিন বাংলাদেশি ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন; সাব্বির রহমান রোমান, আরিফুল হক ও জাকির হাসান। তিনজনই ড্রাফটের গোল্ড ক্যাটাগরিতে আছেন। ২০ নভেম্বর এই টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে।

গেল আসরে পেশোয়ার জালমির হয়ে খেলা দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও তামিম ইকবালকে এই আসরে দলটি ছেড়ে দিয়েছে। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সও মাহমুদউল্লাহকে  রিটেইন করেনি। ফলে আসন্ন আসরের জন্য তারা তিনজনই উন্মুক্ত থাকবেন। তবে এদের ছেড়ে দিলেও প্লেয়ার্স ড্রাফট থেকে আবারও তাদের দলে ভেড়াতে পাড়বে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সাকিব আল হাসানের বদলী হিসেবে গেল পিএসলে পেশোয়ার জালমির হয়ে খেলেন সাব্বির রহমান। এছাড়া আরিফুল ও জাকির বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরীক্ষিত পারফর্মার।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ আরব আমিরাতে ও পাকিস্তানে বসতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের চতুর্থ আসর।

Leave a Reply