মুফিজুর রহমান নাহিদ, সিলেট প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে প্রতিদান্ধিতা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, তেইশ দলীয় জোট নেতা, সাবেক এম পি, বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।
গত মঙ্গলবার সিলেট জেলা নির্বাচন অফিস থেকে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব মাওলানা জয়নুল আবেদীন ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা নিজাম উদ্দিন খান।