ব্রেকিং নিউজ

সিরিজ সেরা হয়ে সাংবাদিকদের যা বললেন তাইজুল জানলে অবাক হবেন

পঞ্চম দিনে এসেও বোঝা যাচ্ছিল না, ম্যাচের ফল কি হবে। বাংলাদেশের হারের সম্ভাবনা ছিল না। তবে জিম্বাবুয়ে বেশ শক্ত প্রতিরোধ গড়েছিল। তবে প্রতিরোধ যতই করুক, শেষ পর্যন্ত পরাজয়ের ব্যবধানটা কিন্তু বড়ই হয়েছে সফরকারিদের।

জিম্বাবুয়ের সব প্রতিরোধ আর লড়াইকে পেছনে ফেলে ঢাকা টেস্টে বাংলাদেশ জিতেছে ২১৮ রানের বড় ব্যবধানে। সিরিজটাও শেষ করেছে ১-১ সমতায়। দেশের টেস্ট ইতিহাসে রানের হিসেবে এটি টাইগারদের দ্বিতীয় বড় জয়।

মুশফিকুর রহিম দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে ম্যান অফ দ্যা ম্যাচের পুরুস্কার জিতে নেন এবং দুর্দান্ত বোলিং করে দুই ম্যাচে একাই জিম্বাবুয়ের ১৬ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা সিরিজই নির্বাচিত হন তাইজুল ইসলাম।

এর আগে এই জিম্বাবুয়ের বিপক্ষেই নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। ২০০৫ সালের জানুয়ারিতে চট্টগ্রামে ২২৬ রানে জিতেছিল টাইগাররা।

সিরিজ সেরা হয়ে তাইজুল বলেন , আমি সবসময় ভালো পার্ফরম করার চেষ্টা করি ।তা যদি আবার নিজের দেশ হয় তখন মন প্রান দিয়ে চেষ্টা করি ভালো কিছু করার । সিলেটের পিচ নিয়ে তাইজুল বলেন , প্রথম দর্শনে উইকেট (সিলেটে) খুব সহায়ক ছিল না। ।

আজ আমরা প্রাথমিক উইকেট পেয়ে আত্মবিশ্বাসী ছিলাম।

মিরপুরের পিচে ভালো খেলে যায় এবং আমরা তাদের উইকেট পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলাম আজকে । মিরাজের প্রশংসা করে তাইজুল বলেন , মিরাজের সাপোর্ট ছিল অমূল্য।

Leave a Reply