ব্রেকিং নিউজ

দুর্দান্ত জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

চাপটা কম ছিলো না বাংলাদেশ শিবিরে।সিরিজের ১ম টেস্টে অপ্রত্যাশিত ভাবে হেরে সিরিজে পিছিয়ে ছিলো স্বাগতিকরা।সিরিজ বাঁচাতে জয়ের কোন বিকল্প ছিলো না।

সব চাপ জয় করে জিম্বাবুয়েকে ২১৮ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ। জয়ের জন্য শেষ দিনে জিম্বাবুয়ের প্রয়োজন ছিলো ৩৬৭ রান,হাতে ছিলো ৮ উইকেট। দিনের ১ম সেশনে সফরকারীরা ২ উইকেট হারালেও ১ম ইনিংসের সেঞ্চুরিয়ান টেলর মুরকে নিয়ে পাল্টা প্রতিরোধে গড়েন ৬৬ রানের জুটি।

জিম্বাবুয়ে যখন স্বপ্ন দেখতে শুরু করেছিল তখনই মিরাজের আঘাত,কায়েসের ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন মুরকে।এরপর বেশীক্ষণ টিকতে পারেনি চাকাভাও,ফিরে গেছেন রান আউট হয়ে।টেলর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় লক্ষ্য থেকে ২১৮ রান দূরে থাকতেই।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি, মমিনুল ইসলামের সেঞ্চুরি ও মিরাজের অর্ধশতকে ভর করে ৫২২ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ক্যারিয়ারে ৩য় বারের মতো ৫ উইকেট নেন জিম্বাবুয়ান পেসার জার্ভিস।

নিজেদের ১ম ইনিংসে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের বোলিং তোপে ৩০৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে,ফলোওনে পড়ে জিম্বাবুয়ে,বাংলাদেশ পায় ২১৮ রানের লিড।ক্যারিয়ারের ৫ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন টেলর।তাইজুল ইসলাম ৫ টি ও মিরাজ নেন ৩ উইকেট।

জিম্বাবুয়েকে ফলোওন না করিয়ে ২য় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ২৫ রানে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান হারিয়ে বিপর্যয়ে পড়লেও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও অভিষিক্ত মোঃ মিঠুনের ৫ম উইকেটে ১১৮ রানে জুটিতে নিজেদের নিরাপদ অবস্থানে নিয়ে যায় বাংলাদেশ। মিঠুন ৬৭ রান করে ফিরে গেলেও মিরাজকে সাথে ক্যারিয়ারের ২য় টেস্ট সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ।

২য় শেসন শেষে ২২৪ রানে ইনিংস ঘোষনা করে বাংলাদেশ।জিম্বাবুয়ের লক্ষ্য দাড়ায় ৪৪২ রান। ৪৪২ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে মিরাজের ঘূর্ণিতে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ২২৪ রানে। ২১৮ রানের বিশাল ব্যাবধানে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ।টেস্ট ক্যারিয়ারে ৪র্থ বারের মতো ৫ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস – ৫২২/৭(ডি.) জিম্বাবুয়ে ১ম ইনিংস – ৩০৪/৯ বাংলাদেশ ২য় ইনিংস- ২২৪/৬(ডি.) জিম্বাবুয়ে ২য় ইনিংস- ২২৪/৯ ফলাফলঃ বাংলাদেশ ২১৮ রানে জয়ী।

Leave a Reply