ব্রেকিং নিউজ

বাংলাদেশ এগিয়ে রেখেছে জয়ের পথ

মনে একটু ভয় ধরিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। দুই ওপেনার হ্যামিলটন মাসাকাদজা এবং ব্রেইন চেরি ঝড়ো শুরু করেন। কোন উইকেট না হারিয়ে তুলে ফেলেন ৬০ রান। তবে রোদমরা বিকেলে মিরাজ-তাইজুল দুই ওপেনারকে তুলে নিয়েছেন।

বাংলাদেশ এগিয়ে রেখেছে জয়ের পথ। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৭ উইকেট। ইনজুরির কারণে ব্যাটে নামতে পারবেন না চাতারা। জিততে হলে জিম্বাবুয়ের টপকাতে হবে ৩৬৭ রানের পাহাড়সম রান।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে ৪৪৩ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। বাংলাদেশ প্রথম ইনিংসে ২১৮ রানের লিড পায়। এরপর দ্বিতীয় ইনিংসে মিঠুনের ফিফটি এবং মাহমুদুল্লাহ সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

Leave a Reply