সুজন দাশ, চট্টগ্রাম: এরই মধ্যেই জমে উঠেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ। মনোনয়ন ফরম বিক্রি শুরুর পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বিএনপির মনোনয়নপত্র বিক্রির ৩য়য় দিনে আজ চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের (সংসদীয় আসন ২৯৩) জন্য ৫ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছে বলে জানা গেছে।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ও প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঁশখালীর সাবেক পৌরমেয়র কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী বিএনপির সাধারণ সম্পাদক (একাংশ) ও বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহীম খলিল, দক্ষিণজেলা বিএনপির সদস্য ও গন্ডামারা ইউনিয়নের বহুল আলোচিত চেয়ারম্যান মো. লেয়াকত আলী ও চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা।
তাদের প্রত্যেকে ধানের শীষের হয়ে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উক্ত প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাতকারে সাবেক পৌরমেয়র কামরুল ইসলাম হোসাইনী বাঁশখালী টাইমসকে জানান, ‘আমরা চারজন একই সাথে মনোনয়নপত্র নিয়েছি, পারস্পরিক সালাম বিনিময় হয়েছে। দলের হাইকমান্ড যা সিদ্ধান্ত দেবে তার আলোকেই কাজ করবো।
গতকাল সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। তারা নানা রকম পোস্টার, ব্যানার-ফেস্টুন নিয়ে ও মিছিল নিয়ে আসছেন।
এবারের নির্বাচন খুব জমবে বলে নেতাকর্মীদের বিশ্বাস।