আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন বিনোদন জগতের তারকারা। আওয়ামী লীগের জন্য ‘নৌকা’ প্রতীকে ভোট চাইবেন অভিনেতা জাহিদ হাসান, তার স্ত্রী মডেল মৌ, অভিনেতা রিয়াজ, ফেরদৌস মিশা সওদাগরসহ আরো অনেকে।
অভিনেতা ফেরদৌস জানান, ‘আমার মনে হয় উনি যদি প্রধানমন্ত্রী না হোন বাংলাদেশ এভাবে এগিয়ে যেতে পারবে না। সে কারণে আমরা প্রত্যেকে মনে-প্রাণে চাই প্রধানমন্ত্রী আবার ফিরে আসুক। আমরা তাঁর সঙ্গে সামনে এগিয়ে যেতে চাই।’ মডেল মৌ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে ভীষণ পছন্দ করি। উনি ভীষণ সংস্কৃতিমনা। আমাদের শিল্পীদের ভীষণ সম্মান করেন। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই আজ আমি এখানে।’
রিয়াজ বলেন, ‘যারা নতুন ভোটার হয়েছে তারা স্বাধীনতার পক্ষে একটি ভোট দিন, নৌকায় ভোট দিন। কারণ আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আমাদের সবার প্রিয় শেখ হাসিনা আপার সরকার আমি মনে করি বারবার দরকার।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে উন্নয়নের মহাসড়কে উঠছে তা অব্যহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিতেও দেশবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা। অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘ভালোর সঙ্গে আমরা সব সময় থাকতে পছন্দ করি। আমরা নৌকার সঙ্গে আছি, থাকব।’ প্রায় চার ঘণ্টা অবস্থান শেষে একে একে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় ছেড়ে যান সাংস্কৃতিক অঙ্গনের তারকারা।