মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জ ঘিওর উপজেলা নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী সরকার রাখীকে ঘিওর প্রেসক্লাবের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঘিওর প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু এ ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ঘিওর প্রেসক্লাবের সহ-সভাপতি দিলীপ কুমার দত্ত, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মোঃ শফি আলম,যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান,ইকবাল হোসেন ,মিরাজ খান, হানিফ মোল্লা, এম আজাদ হোসেন, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম প্রমুখ।
সাংবাদিকদের উদ্দেশ্যে নবাগত নির্বাহী অফিসার বলেন- আমরা পরস্পর সহযোগী হয়ে একযোগে কাজ করলে দেশের উন্নয়নে সহায়ক হবে। আমার কর্মের ধারাবাহিকতা বজায় রেখে পরিবর্তন করতে চাই। আধুনিক প্রযুক্তিকে জীবনের সঙ্গে মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ ও সরকারের ভিশন বাস্তবায়নে কাজ করে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।