ব্রেকিং নিউজ

সকালের স্বস্তি তাইজুল-মিরাজে,লাঞ্চ বিরতিতে গেল জিম্বাবুয়ে, দেখুন সর্বশেষ স্কোর

আগের দিন জিম্বাবুয়ে দল ১৮ ওভারে ১ উইকেটে ২৫ রান তুলে দিন শেষ করে। আজ সকালের সেশনটাই তাই গুরুত্বপূর্ন ছিলো বাংলাদেশের জন্য। সফরকারীদের দুই অপরাজিত ব্যাটসম্যান ব্রেন্ডন চেরি ও থিরিপান্নে আজ সকালে ব্যাট করতে নামেন। দু’জনেই দেখে শুনে এগুচ্ছেন।

সকালের প্রথম সেশনে ব্রেক থ্রুর জন্য অপেক্ষায় থাকা বাংলাদেশ তাইজুলে সাফল্যের দেখা পায়। আগের দিন জিম্বাবুয়ের এক উইকেট তুলে নেওয়া তাইজুল সকালে সাজঘরে ফিরিয়ে দেন ৪৬ বলে ৮ রান করে প্রতিরোধের চেষ্টা গড়া থিরিপান্নাকে। ইনিংসের ২৮.৪ ওভারে দলীয় ৪০ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।

থিরিপান্নের বিদায়ের পর ব্রেন্ডন চেরি জুটি গড়েন টেইলরকে নিয়ে। দু’জনে মিলে অর্ধশতকের জুটি গড়েন। তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। হাফ সেঞ্চুরিয়ান চেরি মিরাজের করা ওই ওভারে ক্যাচ তুলে দিয়েও বেঁচেন রিয়াদের মিসের কারণে। মিরাজের পঞ্চম ওভারের চতুর্থ বলে আর পেরে উঠেননি চেরি।

গ্লাভসে লাগা বলকে দুর্দান্ত এক ক্যাচে পরিণত করেন মুমিনুল। ১২৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে সাজঘরে যান তিনি। চেরিকে সাজঘরে পাঠাতে রিভিউ নিতে হয়েছে বাংলাদেশকে। মাঠের আম্পায়ার নটআউটের সিদ্ধান্ত নিলে অধিনায়ক রিয়াদ রিভিউ নেন। তাতে সফল হয় বাংলাদেশ।

লাঞ্চ ব্রেকের আগে বাংলাদেশ দু’টি উইকেট নিয়ে সকালের সেশনে আধিপত্য বিস্তার করলো। জিম্বাবুয়ে দল ৪৪ ওভারে ৩ উইকেটে ১০০ রান তুলে লাঞ্চে গেছে। ১৯ রানে টেইলর ও এক রানে উইলিয়ামস অপরাজিত আছেন।

এর আগে বাংলাদেশ দল মুশফিকুর রহিমের ক্যারিয়ার সেরা ২১৯ রান ও মুমিনুল হকের ১৬১ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ৫২২ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দ্বিতীয় দিন সোমবার শেষ সেশনে।

Leave a Reply