ব্রেকিং নিউজ

শিক্ষার্থী সুলতান কে আর্থিক সাহায্যের জন্য আবেদন


মুফিজুর রহমান নাহিদ, সিলেট প্রতিনিধিঃ
আর্থিক সাহায্য প্রদান করে শিক্ষার্থী সুলতান কে বাচাঁন।নামঃসুলতান আহমেদ পিতা: মো: বাহার উদ্দিন, গ্রাম ফাগু ডাকঘর: মুখিগঞ্জ বাজার
উপজেলা: কানাইঘাট জেলা: সিলেট।
আবুবক্কর সিদ্দিক হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী গত
কিছুদিন আগে ্মাদ্রাসায় আসার পথে গাড়ী এক্সিডেন্ট পা ভেঙ্গে যায়। এমতাবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে অপারেশন
করাতে হবে এবং এর চিকিৎসায় প্রায় তিন লক্ষ্য টাকা প্রয়োজন । তার বাবা অসহায় দরিদ্র,তাই ছেলে সুলতান আহমেদে

র চিকিৎসা ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় সুলতানের চিকিৎসা ক্ষেত্রে আর্থিক
সহযোগিতার জন্য সমাজের সকলের
নিকট আকুল আবেদন যানানো যাচ্ছে। মানুষ মানুষের জন্য জিবন জিবনের জন্য। তাই আসুন শিক্ষার্থী সুলতানকে আর্থিক সাহায্য প্রধান করে তাহাকে আবার স্বাভাবিক জিবনে ফিরিয়ে দিন।সাহায্য পাঠানোর জন্য বিকাশ 01770321269।
তাই আসুন সকলই মিলে নিজ অবস্থান থেকে হিফজ শিক্ষার্থী সুলতানকে বাঁচাতে সহযোগীতার হাত বাড়িয়ে দেই।

Leave a Reply