ব্রেকিং নিউজ

তাইজুল-মিরাজের বোলিং দাপটে ফলো অনে জিম্বাবুয়ে

টাইগারদের প্রথম ইনিংসের ৫২২ রানের জবাব দিতে গিয়ে ৩০৪ রানে ৯ উইকেট হারিয়ে ফলো অনে পরে প্রথম ইনিংস শেষ করে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের পক্ষ সর্বোচ্চ ১১০ রান করে টেইলর।
তাইজুল ইসলামে আরো একটি ৫ উইকেটের সাফল্য তার ঝুলিতে ভরলেন সেই সাথে নিলেন দুর্দান্ত এক ক্যাচও।

মেহেদি হাসান মিরাজ তুলে নেন ম্যাচের দুর্দান্ত খেলতে থাকা সেঞ্চুরি হাকানো টেইলরকে।নিলেন দুই বলে দুই উইকেটও।

দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়া জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলরকে (১১০) তাইজুল ইসলামের ক্যাচে পরিণত করে টাইগার শিবিরে স্বস্তি ফেরান মেহেদি হাসান মিরাজ।

এক বল পরেই আরেক জিম্বাবুইয়ান ব্যাটসম্যান ব্র্যান্ডন মাভুতাকেও তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ টাইগারদের হাতে এনে দিলেন এই অফ-স্পিনার।
ফলে এখন আরো ২১৮ রান করে ইনিংস পরাজয় এড়াতে আগামীকাল মাঠে নামবে জিম্বাবুয়ে।

টেস্ট সিরিজ এক একে সমতা আনতে টাইগারদের চাই ১০ উইকেট।

Leave a Reply