ব্রেকিং নিউজ

তামিম-সাকিবকে টপকে শীর্ষে মুশফিক

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১১১ রানে অপরাজিত ছিলেন মুশফিক।

আজ দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। চা বিরতিতে যাওয়ার আগে ডাবল সেঞ্চুরির জন্য মুশফিকের প্রয়োজন ছিল মাত্র ৫ রানের। চা বিরতি থেকে ফিরেই ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিক।

এরই ফলে বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিক। ২১৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। এর আগে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২১৭ রান করেছিলেন সাকিব আল হাসান। এবার তাকে টপকে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান মুশফিক।

এ তালিকায় তৃতীয় স্থানে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার রান ২০৬।

Leave a Reply