প্রথম টেস্টের একাদশ থেকে ২-১ টা পরিবর্তন যে আবশ্যক সেটা প্রথম টেস্টের ফলাফলই বলে দেয়।প্রথম টেস্টের এমন হতাশাজনক পারফরমান্সের দায় ব্যাটসম্যানদের উপর পরলেও পরিবর্তন আসতে পারে বোলিং সাইডেও।তবে সিলেট টেস্টের একাদশ থেকে যে একাধিক পরিবর্তন আসবে ঢাকা টেস্টে, সেটি বেশ বোঝা যাচ্ছে।
উপমহাদেশের বাইরের দলগুলোর বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ বরাবরই স্পিন সহায়ক পিচ করে। আর সেই ভাবেই নির্বাচন করা হয় বাংলাদেশের একাদশ ।
একাদশে থাকে স্পিনারদের প্রাধান্য।ব্যাতিক্রম হয়নি প্রথম টেস্টের একাদশেও। সিলেটে প্রথম টেস্টে স্বাগতিক দলের সুবিধা নিয়ে বাংলাদেশ স্পিন পিচ তৈরি করেছিল।সেই লক্ষে বাংলাদেশের একাদশ সাজানো হয় ৩ জন অভিজ্ঞ স্পিনারের সাথে মাত্র একজন একজন পেস বোলার নিয়ে।
একাদশ নির্বাচনের এই ভুলের মাসুল বাংলাদেশ দিয়েছে খুব ভালোভাবেই। প্রথম টেস্ট হেরেছেন ১৫১ রানের বড় ব্যবধানে।
বাংলাদেশের স্পিনাররা যখন টার্ন পাচ্ছিলেন না, তখন আরেকজনের পেস বোলারের প্রয়োজনীয়তা বড্ড অনুভব করা যায়।
যেখানে দেখা গেছে জিম্বাবুয়ের পেসাররা বাংলাদেশের দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর ছড়ি ঘুরিয়েছেন। জিম্বাবুয়ের পেসারদের ৬উইকেটের বিনিময়ে বাংলাদেশের পেসাররা পেয়েছেন মাত্র ১ উইকেট।ফলে
ঢাকা টেস্টে এক পেসার তত্ত্ব থেকে সরে আসতে পারে বাংলাদেশ।
২য় টেস্টের একাদশে ফিরে আসতে পারে মোস্তাফিজুর রহমান।
ঢাকা টেস্টে দিয়ে ক্রিকেটের বড় সংস্করণের আঙিনায় হয়তো আট মাস পরে ফিরতে পারেন ফিজ।দুই জন অভিজ্ঞ পেসারের সাথে পেস বোলিং অলরাউন্ডার আরিফুলকে নিয়ে সাজানো হতে পারে বাংলাদেশের পেস বোলিং আক্রমণ ভাগ। প্রথম টেস্টের একাদশে থাকলেও আরিফুলকে সেভাবে বোলিং এ আনেন নি অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রথম ইনিংসে ৪ ওভার বল করলেও দ্বিতীয় ইনিংসে আর তাঁকে বোলিং এ ফিরিয়ে আনা হয়নি
২য় টেস্টের একাদশে
মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আনলে, প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পরতে পারেন সিলেট টেস্টে ৪ উইকেট পাওয়া নাজমুল ইসলাম অপু।
সিলেটে ভালো না করায় নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে তার জায়গায় ওয়ানডেতে আস্থার প্রতিদান দেয়া মোহাম্মাদ মিথুনকে খেলানোর কথাও আলোচনায় আছে। তবে শান্তকে আরও একটি সুযোগ দেয়ার পক্ষেও অনেকে।
প্রথম টেস্টে দেড় দিন আগে ১৫১ রানের বড় পরাজয় বাংলাদেশের টেস্ট পারফরমান্স নিয়ে আবারও ভাবিয়ে তুলছে টিম ম্যানেজমেন্টকে। ২য় টেস্ট জিতে অন্তত সিরিজ হার এড়াতে পারলেও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে টেস্টের আগে বাড়তি অনুপ্রেরণা পাবে বাংলাদেশ।