জাতীয় দলের তারকা ওপেনার শাহরিয়ার নাফিজ, ২০০৫ সাল থেকে যিনি ছিলেন দেশের অন্যতম সেরা ওপেনার, আইসিএল ঝড়ের পর জাতীয় দলে ফিরে এসে স্থায়ী জায়গা গড়ে নিতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লীগেও প্রথম বাংলাদেশী হিসেবে টি২০ শতক হাঁকিয়েছিলেন তিনি।
২০১৬ সালের বিপিএলে আলো ছড়ানো পারফর্ম করে জাতীয় দলে ফেরার সম্ভাবনা জাগলেও ফেরা হয়নি, আর ২০১৭ সালে রংপুরের হয়ে খুব বেশি সুযোগ পাননি একাদশে। আসন্ন বিপিএলে পারফর্ম করে যখন আবারো জাতীয় দলে ফেরার জোড়ালো দাবি জানাবেন নাফিজ, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে কোন দলই নাফিজকে দলভুক্ত করেনি।
অবশেষে রাজশাহী কিংসের হয়ে আসন্ন বিপিএলে সুযোগ পেলেন শাহরিয়ার নাফিজ, আজ রাজশাহী কিংসের অফিসিয়াল ফেইসবুক পেজে পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে আসন্ন বিপিএলে রাজশাহীর হয়েই মাঠ মাতাবেন তিনি।
উল্লেখ্য বিপিএলের সবকটি আসরে খেলে ৪২ ম্যাচে ১ সেঞ্চুরী ও ৬ ফিফটিতে ৯৩৭ রান করেছেন শাহরিয়ার নাফিজ, যা বিপিএলের ইতিহাসে ১৩তম সর্বোচ্চ রানের রেকর্ড।