মুফিজুর রহমান নাহিদ সিলেট প্রতিনিধিঃআসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তাফসিলকে স্বাগত জানিয়ে গাছবাড়ীতে যুবলীগ, ছাত্রলীগের আনন্দ মিছিল সম্পুন্ন হয়েছে।মিছিলটি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন ও সাবেক ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ খছরুর নেতৃত্বে গাছবাড়ি বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন। দেশবাসী একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ৩য় বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করবে
ইনশাআল্লাহ।
আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে বক্তারা বলেন, এ সরকারের আমলে দেশে যা উন্নয়ন হয়েছে বিগত কোন সরকারের আমলেই এই অভূতপূর্ব উন্নয়ন হয়নি। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ফল ভোগ করছেন। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। হাজার হাজার কওমি হুজুর আজ স্বীকৃতি পেয়েছেন। দেশের মানুষ শান্তিতে আছে।
তাই শান্তি ও উন্নয়ন বজায় রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।
এসময় উপস্হিত ছিলেন,আওয়ামিলীগ নেতা, ফখরুল ইসলাম,৭নং ইউপি আওমিলীগ নেতা,সেলিম উদ্দিন,উপজেলা যু্বলীগ নেতা,জিয়া উদ্দিন,কয়সর আহমেদ আহ্বায়ক ৭নং ইউপি,জসিম উদ্দিন আহ্বায়ক ৮নং ইউপি যুবলীগ,শাহাব উদ্দিন যুগ্ম আহ্বায়ক গাছবাড়ি যুবলীগ,যুবলীগের সিনয়র নেতা আবুল লেইছ,যুবলীগের সিনয়র নেতা সাদিকুর রহমান, যুবলীগের সিনয়র নেতা হুমায়ুন কবির, যুবলীগ নেতা ইসমাইল আলি, যুবলীগ নেতা সুলতান আহমেদ,সুহেল আহমেদ, জালাল উদ্দিন,আম্ভিয়া,আং হান্নান, তাজুল, গিয়াস,মুজ্জামিল প্রমুখ। এসময় আরো উপস্হিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সাংঘাঠনিক সম্পাদক আবুজর আহমেদ,গাছবাড়ি আইডিয়্যার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সিনিয়র নেতা, তাওহিদুল আম্ভিয়া,ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জান,গাছবাড়ি আইডিয়্যাল কলেজ ছাত্রলীগ নেতা,কবির আহমেদ,আং মুকিত,জুনেদ, মুরসালিন,নাহিদ, কামরান,সাকিব,আতিক, সাকিল, হারিস,মায়রুফ, তানিম,ইব্রাহিম,হুমায়ুন, হাবিব, প্রমুখ।