ব্রেকিং নিউজ

কটিয়াদীর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক তাহসীন তানভীর অন্তর নির্বাচিত


আতিকুর রহমান কাযিন,স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের তাহসীন তানভীর অন্তর কে আহ্বায়ক ও রমজান আলীকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার সকালে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কিশোরগঞ্জ জেলা সভাপতি এইচ.এম জাহাঙ্গীর রেমন ও সাধারণ সম্পাদক মো. হাদিউল ইসলাম হাবিব যৌথ স্বাক্ষরিত চিঠিতে এ কমিটির অনুমোদন দেন।

কটিয়াদী উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক জনগণের কন্ঠকে জানান, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য ছাত্ররা গুরুত্বপূণ ভূমিকা পালন করে আসছে। তাই সঠিক ভাবে দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক বাবু বলেন,সে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান তিনি।

Leave a Reply