টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতুি ম্যাচে পাকিস্তান জাতীয় নারী দলের কাছে হেরে গেছে বাংলাদেশ জাতীয় নারী দল।
গায়ানায় অনুষ্টিত ম্যাচে পাকিস্তান দল আগে ব্যাট করে ৭ উইকেটে ১০৬ রান তুলে। ১০৭ রানের জবাবে খেলতে নেমে বাংলাদেশ দল ৯ উইকেটে ৯৮ রানে থেমে যায়। পাকিস্তান জয় পায় ৮ রানের।
টস জিতে ব্যাট করা পাকিস্তানের হয়ে ইনিংস সর্বোচ্চ ২২ রান করেন মিসবাহ মারফ। এছাড়াও ২১ রান করেন জাভেরিয়া খান। ১৯ রান করেন নিদা ধার। ১৮ রান আসে আয়েশয়ার ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে খাদিজা ও সালমা ২টি করে উইকেট লাভ করেন।
১০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৯৮ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ফারজানা হক। ১০ রান করে সংগ্রহ করেন রুমানা ও লতা মন্ডল।
পাকিস্তানের হয়ে আইমান ও বিসমাহ ২টি করে উইকেট লাভ করেন।