ব্রেকিং নিউজ

নির্ভার সৌম্য সরকার


এএস রুবেল

সৌম্য এতোটা নির্ভার সর্বশেষ কোন সময় ছিলেন,সর্বশেষ কখন ছিলেন এতো ধারাবাহিক।এক পায়ে দাড়িয়ে ফ্লিক শট,কাভারের উপর দিয়ে বাউন্ডারি,পেরিস্কোপের মুগ্ধতা ছাড়িয়ে দুর্দান্ত সব ইনিংস,এর সবই সৌম্য উপহার দিয়েছে অভিষেকের পর।

বাংলাদেশ ক্রিকেটে সৌম্যর আবির্ভাবের ব্যাখ্যাটা যদি হয় ঝড় তুলে এসেছিলেন,তবে তার মতো প্রতিভা হারিয়ে ফেলার শঙ্কাটাও ছিলো দূর্ভাগ্যজনক!

২০১৫ এর নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজের আগে চোটে পরলেন,খেলতে পারলেন না জিম্বাবুয়ে সিরিজ।চোট বেশী দিন আটকিয়ে রাখতে পারেনি সৌম্যকে।ঐ বছরই বিপিএল দিয়ে ফিরলেন মাঠে,তবে ছন্দে ছিলেন না।সেই যে সৌম্য নিজকে হারিয়ে ফেলেছিলেন এরপর নিজকে ফিরে পেতে লেগে গেলো ৩ টা বসন্ত।মাঝখানে এই সময় একদম অফফর্মে ছিলো ব্যাপারটা সে রকম নয়,তবে সৌম্য ছিলেন নিজের ছায়া হয়ে।মাঝে মাঝে তাকে তার নিজের রুপে দেখা গেলেও সেটা তার সামর্থ্যে অনুযায়ী ছিলো না,ছিলোনা দলের জন্যও যথেষ্ঠ!

গত জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন অধিনায়ক হিসাবে,সেখানে দলের প্রয়োজনে খেলেছিলেন দুটি গুরুত্বপূর্ণ ইনিংস,হয়েছিলেন টুর্নামেন্ট সেরা।

আয়ারল্যান্ড থেকে ফিরেই এনসিএলে করলেন জোড়া শতক।মাঝখানে এশিয়া কাপে ডাক পেয়ে ভারতের সাথে ফাইনালে করলেন গুরুত্বপূর্ণ ৩৩ রান।,তবে উপেক্ষিত থাকলেন জিম্বাবুয়ের সাথে ওয়ানডে সিরিজের স্কোয়াডে।ডাক পেলেন বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের সাথে প্রস্তুুতি ম্যাচ খেলার,প্রস্তুতি ম্যাচেই করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি,যে সেঞ্চুরি তাকে সুযোগ করে দিলো জিম্বাবুয়ের সাথে শেষ ওয়নডেতে,সৌম্য এখানেও টেনে আনলেন সেই ফর্ম,তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের ২য় সেঞ্চুরি।

যে ধারাবাহিকতা সৌম্যর নামের পাশ থেকে উঠেই গিয়েছিল,আজ সেই ধারাবাহিকতা বজায় রেখে এনসিএলে খেললেন ৮৩ রানের দুর্দান্ত ইনিংস।তার ইনিংস গুলোর থেকেও এখন সবচেয়ে বড় বিষয় সৌম্যকে খুব আত্নবিশ্বাসী মনে হয়,খুব নির্ভার মনে হয়।এই নিভার সৌম্যকেই তো চায় বাংলাদেশ।

Leave a Reply