ব্রেকিং নিউজ

দলে ফিরছেন মুস্তাফিজ বাদ পরল যে টাইগার দেখে নিন ২য় টেস্টের ১১ সদস্যের দল

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য বাংলাদেশকে ৩২১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।সেই লক্ষ্যে পৌঁছাতে পারে নি স্বাগতিকরা। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ১৬৯ রানে অল আউট হয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। জিম্বাবুয়ে জিতে ১৫১ রানে।

বাংলাদেশের পরাজয়ঃ শেষ উইকেট জুটিতে মেরে খেলছিলেন আরিফুল হক। উপায়ও ছিল না তাঁর। কিন্তু শেষ পর্যন্ত বেশিক্ষন মাঠে থাকা হয় নি তাঁর। ৬৪ ওভারের প্রথম বলে ওয়েলিংটন মাসাকাদজাকে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে বলে করতে পারেননি তিনি।বল উঠে যায় সোজা উপরে। উইকেটরক্ষক নিজেই এসে আরিফুলের ক্যাচটি লুফে নেন। জয়ের উল্লাসে ভাসে জিম্বাবুয়ে। ১৫১ রানে প্রথম টেস্টে পরাজিত হয় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ- লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুস্তাফিজ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ চৌধুরী রাহি।

Leave a Reply