ব্রেকিং নিউজ

প্রভাতী সমাজ কল্যাণ সংঘের বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত


মুফিজুর রহমান নাহিদ সিলেট প্রতিনিধিঃ
সিলেটের বৃহৎ সামাজিক সংগঠন বুরহান উদ্দিন বাজারস্থ প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের সার্বিক উদ্যোগে দৃষ্টি সবার অধিকার স্লোগানে প্রভাতী সমাজ কল্যাণ সংঘ ফ্রান্স ( প্যারিস) শাখার অর্থায়নে অাজ ৬ নবেম্বর সম্পূর্ণ হয়েছে ফ্রি চক্ষু শিবির ক্যাম্পের।

উক্ত ক্যাম্পে বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার এর সহযোগিতায় বিশিষ্ট ডাক্তারদের পরামর্শে চক্ষু পরীক্ষা, লেন্স সংযোজন, অপারেশন চশমা ও ঔষধসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় সব কিছুই বিনামূল্য প্রদান করা হয়েছে।

অাজ ৬ নবেম্বর রোজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৬ঘটিকা পর্যন্ত বুরহান উদ্দিন মেডিকেল সেন্টারে ডাক্তারগণ প্রায় ১০০০ রোগি কে এ চিকিৎসা সেবা দেন,এবং এখান থেকে অপরেশনের জন্য ৯০ জন রোগিকে মৌলভি বাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মাস্টার জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা অামিনুল ইসলাম, উপদেষ্টা ডা: হাবিবুর রহমান, উপদেষ্টা সাইদুর রহমান, সহ সভাপতি বিলাল উদ্দিন, ৮নংঝিংগাবাড়ী আওয়ামিলীগ সভাপতি আলাউদ্দিন,সাংবাদিকতাওহিদুল ইসলাম,সাংবাদিক জয়নাল আবদীন আজাদ, সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, ফ্রান্স প্রবাসী কুতুব উদ্দিন, জাতিয় পাটির ইউনিয়ন সাংঘাঠনিক সম্পাদক যুবনেতা,অাব্দুল কাদির, মুজিবুর রহমান, বাহার উদ্দিন, জিল্লুর রহমান, মোনতাসির অাহমদ,ছালিম অাছলাম, লুৎফুর রহমান, অালমগীর হোসেন,জুনেদ অাহমদ প্রমুখ।

এসময় গাছবাড়ি আইডিয়্যাল কলেজ রোভার স্কোয়াড ঠিমের শান্তি পূর্ণ নিরাপত্তা ও শৃঙ্খলা প্রদানের মাধ্যমে চক্ষু শিবির ক্যাম্প সম্পূর্ণ হয়ছে। এসময় অত্রএলাকার জনসাধারণ ও প্রভাতী সমাজ কল্যাণ সংঘের নেতৃবৃন্দ গাছবাড়ি আইডিয়্যাল কলেজ রোভার স্কোয়াড ঠিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে উক্ত ক্যাম্পের সমাপ্তি ঘোষনা করা হয়েছে।

Leave a Reply