সিলেট টেস্টের প্রথম দিনই মুশফিকুর রহিমের এক ‘আবেগী’ ভক্ত মাঠে ঢুকে জড়িয়ে ধরেন তাঁকে। তবে প্রথম দিনের ঘটনায় ছোট্ট ছেলেটি ছাড় পেলেও এবার আর ছাড় পাচ্ছেন না প্রান্ত দেবনাথ।
সোমবার ম্যাচ চলাকালে মাঠে ঢুকে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরা প্রান্ত দেবনাথকে জেল হাজতে পাঠানো হচ্ছে।
রাত পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা সময় পুলিশ হেফাজতে ছিল প্রান্ত। মঙ্গলবার সকালে তাকে কিশোর আদালতের মাধ্যমে কারাগারের পাঠানোর কথা নিশ্চিত করেছেন পুলিশের কর্মকর্তারা।
সিলেটের অভিষেক টেস্টে দু’দিন এমন ঘটনা ঘটে যাওয়ায় এবার জিরো টলারেন্সে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ, বিসিবিসহ অন্যান্য সংস্থার আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার থেকে টেস্টে চলাকালে ‘কঠোর’ অবস্থানে থাকবে।
নিরাপত্তার জন্য বাড়ানো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সাদা পোশাকে গ্যালারিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকবেন গোয়েন্দারা। কেউ এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে চাইলে পুলিশ এ্যাকশনে যাবে। মামলা দিয়ে জেল হাজতে পাঠাবে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এসব স্পর্শকাতর বিষয়ে তারা এবার জিরো টলারেন্সে থাকবেন। কাউকে ছাড় দেওয়া হবে না। পেশা দারিত্বে আবেগের কোন স্থান নেই। তাই সোমবারের ঘটনায় প্রান্ত দেবনাথকে আদালতে পাঠানো হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. শাহাদত হোসেন রাতে বলেন, আমরা প্রান্ত দেবনাথকে মঙ্গলবার কিশোর আদালতের মাধ্যমে জেলে পাঠাচ্ছি।
এই পুলিশ কর্মকর্তা বলেন, আবেগের কোন জায়গা নেই আমাদের কাছে। দু’এক জনের আবেগের কারণে বৃহত্তর ক্ষতি হোক তা কেউ চাইবে না। আমরাও এমনটা চাই না।
মঙ্গলবার থেকে প্রতিটি দিন এবং ভবিষ্যতের প্রতিটি ম্যাচে আমরা ‘কঠোর’ অবস্থানে থাকবো।’
তথ্য ও সূত্র:এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোর