একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক শেষে সচিব এ কথা জানান।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন, ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সংলাপ হবে। তারা অনুরোধ করেছেন, নিবাচন কমিশন যাতে একটু লক্ষ রাখে। এর পরেই যাতে তফসিল ঘোষণা করা হয়।’
তফসিল পেছানোর সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ৮ নভেম্বর সকাল ১০টায় কমিশন সভা হবে। ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র, ভোটার এবং পোলিং এজেন্টদের নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান ইসি সচিব।