আইসিসি প্রমীলা টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, টসে জিতে সালমা খাতুন ফিল্ডিং বেছে নিয়ে আইরিশদের আটকে রাখেন মাত্র ৮৪ রানে।
দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন কিম গার্থ, ১৫ রান করেন লুইস, রুমানা আহমেদ ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন, জাহানারা আলম ৩ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
৮৫ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার আয়শা রহমান ২৫, ফারজানা হক অপরাজিত ২১ ও সানজিদা ইসলাম অপরাজিত ২০ রানের ইনিংস খেললে ৩২ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে ৬ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ প্রমীলা দল।
টার্গেট সহজ হলেও আইরিশ অলরাউন্ডার কিম গার্থ ব্যাট হাতে ৩৫ রানের ইনিংস খেলার পর বল হাতে ২ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করে বেশ চাপে ফেলে দিয়েছিলেন টাইগ্রেসদের, মাত্র ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে পরাজয়ের শংকা তৈরী হয় বাংলাদেশ শিবিরে, তবে ফারজানা ও সানজিদা অপরাজিত ৪৮ রানের জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন।
টি২০ বিশ্বকাপের পূর্বে প্রস্তুতি ম্যাচে এমন দাপুটে পারফরম্যান্স বিশ্বকাপেও ভালো করতে সহায়তা করবে বাংলাদেশকে, এর আগে ঘরের মাঠে পাকিস্তানের সাথে টি২০ সিরিজে ব্যর্থ হলেও এ জয়ের মাধ্যমে আবারো আত্মবিশ্বাসী হয়ে উঠছে টাইগ্রেসরা।