ব্রেকিং নিউজ

তাইজুলের বোলিং তাণ্ডবে অল আউট জিম্বাবুয়ে

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেষ্ট সিরিজের প্রথম টেষ্ট গতকাল অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ের থেকে যোজন যোজন এগিয়ে। এটা হবে সবচেয়ে বড় সারপ্রাইজ যদি জিম্বাবুয়ে ম্যাচ জিতে। বাংলাদেশ এই সিরিজে খেলবে সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ছাড়া যা জিম্বাবুয়ের জন্য আশার খবর হতে পারে।

তবে এটা মাহমুদউল্লাহ রিয়াদের সবচেয়ে বড় সুযোগ নিজেকে প্রমান করার। এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন আরিফুল হক ও আবু জায়েদ রাহির অভিষেক হচ্ছে।

এদিকে গতকাল দলীয় ৩৫ রানে তাইজুল ইসলামের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার চারিকে, এরপর তিনি আরও একটি উইকেট তুলে নেন ব্র্যান্ডন টেইলরের।

এদিকে আজ হ্যামিল্টন মাসাকাদজার উইকেট নিয়ে নিজের প্রথম উইকেট তুলে নিল আবু জায়েদ। নাজমুল ইসলাম অপু তুলে নেন জিম্বাবুয়ের চতুর্থ উইকেট সিকান্দার রাজাকে।

গতকালের ২৩৬ রান নিয়ে ব্যাটিং করতে নেমে আজ দিনের ১২ তম ওভার এবং দলীয় ১০৩তম ওভারে প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম।

চাকাবাকে আউট করে দিনের প্রথম সাফল্য এনে দেন এই স্পিনার। দলীয় ২৬১ রানের মাথায় আউট হন চাকাবা। আউট হওয়ার আগে ২৮ রান করেন তিনি। এর পর আরও একটি উইকেট নেন তাইজুল। সব মিলে তিনি ১০৪ রান দিয়ে তুলে নেন ৪ টি উইকেট। এর পর আর কেউ উকেটে দারাতেই পারে নাই।

আজ মাঠে নেমে জিম্বাবুয়েকে দ্বিতীয় দিনে ২৮২ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্ববচ্চ ৬ উইকেট নেন তাইজুল।

Leave a Reply