আতিকুর রহমান কাযিন,নিজস্ব প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের কটিয়াদীতে মহিলা সভাবেশ করেছে স্থানীয় মহিলা নেতৃবৃন্দরা।
শনিবার বিকালে পৌর সভার কামারকোনা গ্রামে এই মহিলা সমাবেশের আয়োজন করে এলাকাবাসী ।এসময় মহিলা সমাবেশে ভালবাসায় সিক্ত হন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা তারিকুল মোস্তাক রানা।
সমাবেশে তারিকুল মোস্তাক রানা বলেন,আজ নিজের চোখে অনুভব করতে পেরেছি। আজকের সমাবেসে এটাই প্রমান করে আপনারা আমাকে কতটা স্নেহ ও ভালবাসেন। তিনি আরো বলেন,বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিতে হবে। নৌকা মার্কা ভোট দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুণরায় ক্ষমতায় আনতে আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রেফায়েত উল্লাহ,সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো.নুরুল হক, মসূয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মানিক সরকার,পৌর যুগ্ম-আহ্বায়ক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর,জীনাত সুলতানা প্রমুখ।