ব্রেকিং নিউজ

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের, সিলেটের অভিষেক ম্যাচে দুই ক্রিকেটার তথা পেস অলরাউন্ডার আরিফুল হক ও স্পিনার নাজমুল ইসলাম অপুরও অভিষেক হয়েছে।

অনভিজ্ঞ আবু জায়েদ রাহিই একমাত্র পেসার হিসেবে খেলছেন আজ, একাদশে আরো জায়গা পেয়েছেন নাজমুল হোসাইন শান্তর, তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাজমুল ইসলাম অপুর হাতেই থাকবে বোলিংয়ের দায়িত্ব।

মিথুনকে অভিষেক করানোর সম্ভাবনা থাকলেও একাদশে শুধুমাত্র একজন পেসার নেওয়ার কারনে পেস অলরাউন্ডার আরিফুল হককে অভিষেক করানো হয়েছে, রাহির সাথে আরিফুলই পেসার হিসেবে বোলিং করবেন।

ওপেনিংয়ে যথারীতি থাকছেন লিটন দাশ ও ইমরুল কায়েস। নাজমুল শান্ত ওপেনার হলেও তিনে খেলবেন তিনি এবং চার নাম্বারে ব্যাট করবেন টেস্টের অন্যতম ভরসার প্রতীক মোমিনুল হক, তারপর মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও আরিফুলকে নিয়েই ৭ ব্যাটসম্যান হিসেবে একাদশ সাজানো হয়েছে।

বাংলাদেশের একাদশ-
লিটন দাশ, ইমরুল কায়েস, নাজমুল শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল অপু ও আবু জায়েদ রাহি।

Leave a Reply