ব্রেকিং নিউজ

দৌলতপুরে টেষ্টে ফেল পরীক্ষার্থীদের ৩০০ টাকা ফিতে দ্বিতীয় বার পরীক্ষা নিল প্রধান শিক্ষক

মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কাকনা উচ্চবিদ্যালয়ের এস এস সি টেষ্ট পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদেরকে আইন অমান্য করে টাকার বিনিময়ে দ্বিতীয়বার টেষ্ট পরীক্ষা নিল প্রধান শিক্ষকক মো. দেলোয়ার হোসেন।

জানাগেছে, ২০১৮ সালের এস এস সি পরীক্ষায় টেষ্টে অকৃতকার্য শিক্ষার্থীরা ফরম পুরন সহ কোন ভাবেই বোর্ড পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে না মর্মে নির্দেশনা জারী করেছে বোর্ড কর্তৃপক্ষ। অথচ বোর্ডের নির্দেশনা অমান্য করে এস এস সি‘র ফরম পুরন সহ ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহন করানোর জন্য কাকনা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন প্রায় ৭০ জন ছাত্র-ছাত্রী কে জন প্রতি ৩০০ শত টাকা করে নিয়ে গোপনীয় ভাবে গত বুধবার আবারো টেষ্ট পরীক্ষা নিয়েছেন।

ঐ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক জানান, এ বছর টেষ্টে ফেলকরা ছাত্র-ছাত্রীদের প্রত্যেকের কাছ থেকে তিন শত টাকা করে নিয়ে আবারো টেষ্ট পরীক্ষা নেয়া হয়েছে। পরীক্ষায় অকৃতকার্জ ছাত্র শাকিল জানায়, ফরম ফিলাপ করার জন্য তিন শত টাকা দিয়ে আবারো টেষ্ট পরীক্ষা দিয়েছি। দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম জানান দুইবার টেষ্ট পরীক্ষা দেওয়ার কোন সুযোগ নেই টেষ্ট পরীক্ষা একবারই হয়।

টাকা নিয়ে দ্বিতীয় বার পরীক্ষা দেওয়ার ব্যাপারে প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি এর কোন সদুত্তর না দিয়ে অসংলগ্ন কথা বলেন এবং পত্রিকায় সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।

ঘটনার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইমদাদুর রহমান তালুকদার জানান, এ বিষয়টি আমার জানা নেই।

উল্লেখ্য, প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গত ৯ জানুয়ারী দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রচারিত হয়, তিনি ঐ উচ্চবিদ্যালয়ের প্রায় সতের লক্ষ টাকা আত্মসাতের দায়ে দীর্ঘ দিন বরখাস্ত ছিলেন।

Leave a Reply