মুফিজুর রহমান নাহিদ,সিলেট প্রতিনিধি:- আজ থেকে সারা দেশে একসাথে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি সমমানের পরীক্ষা। তাই সারাদেশের ন্যায় সিলেটের
কানাইঘাটে গাছবাড়ীতে শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে এবারের জে এস সি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
বৃহ: যথা সময়ে প্রথম দিনের পরীক্ষা উপজেলার গুরুত্বপূর্ণ ২টি কেন্দ্রে জামিউল উলুম কামিলা মাদ্রাসায় জেডিসির পরীক্ষা ও শুরু হয়।
গাছবাড়ী মর্ডাণ একাডেমীতে অনুষ্ঠিত জে.এস.সি পরীক্ষার কেন্দ্র ও গাছবাড়ি কামিল জেডিসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালিন সময়ে ঘুরে
দেখেন পরিক্ষা পর্যবেক্ষক উপজেলা প্রাণী সম্পদ অফিসার ভেটানারী সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মাসুক, সহ উপস্হিত ছিলেন গাছবাড়ি কামিল মাদ্রাসার কেন্দ্র সচিব মাও তাহির উদ্দিনও গাছবাড়ি মর্ডাণ একাডেমীর কেন্দ্র সচিব মাহবুবুল হক।
এই সময় আর উপস্হিত ছিলেন মানিকগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, কানাইঘাট উপজেলা মাধ্যমিক সরকরী শিক্ষক সমিতির সভাপতি এখলাসে এলাহী, ঝিংগাবাড়ি উচ্চবিদ্যালের প্রধান শিক্ষক আব্দুস সালামসহ , গগাছবাড়ি মার্ডাণ একাডেমীর সভাপতি মাষ্টার জালাল উদ্দুন উপস্হিত ছিলেন দৈনিক সিলেটের দিনকালের কানাইঘাট প্রতিনিধি জয়নাল আবেদিন,ডিবিবার্তার বিশেষ প্রতিদিনি ও দৈনিক আলোকিত সিলেটের কানাইঘাট প্রতিনিধি সিদ্দিকুর রহমান আদিল, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের কার্যকারি পরিষদ সদস্য, জাতীয় দৈনিক ভোরের দর্পণ ও জনগণের কন্ঠ ও বিডিসারাদিন ডটকমের প্রতিনিধি সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ প্রমুখ সহ কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঃখলা বাহিনী উপস্হিতছিলেন।
পরে অফিস কক্ষে বসতে বসতেই কেন্দ্র সচিবরা
জানান,অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা এই পরিক্ষার সেন্টার আনতে সক্ষম
হয়েছি।
প্রথম দিনের পরীক্ষা নকলমুক্ত, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দেখে তারা সন্তোষ প্রকাশ
করেন।গাছবাড়ি কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে ৪৮৭জন জেডিসি ও গাছবাড়ি মর্ডাণ একাডেমী পরীক্ষা কেন্দ্রে ৮৪৭জন জে এস সি পরীক্ষার্থী
অংশ গ্রহণ করেন।