মুহাম্মদ সাইফুর রহমান, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র রক্তদাতা সংগঠন বন্ধু’র ২৪ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
২০১৮-১৯ বর্ষের এ কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন ফার্মেসী বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী মো. আশরাফুর রহমান ভুঁইয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী শাহবাজ ইব্রাহীম সানি।
এতে সহ সভাপতি হয়েছেন মো. আমজাদ হোসেন, মফিজুল ইসলাম ও মো. মাসুদুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শাখাওয়াত শাওন, ফারহান সামিন ও নাদিয়ামুল ইরফান। নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবেদীন কবির, অর্থ সম্পাদক মাহের রাহাত, প্রচার সম্পাদক সাব্রিন সাবেরী গালিব, সহ-প্রচার সম্পাদক আবু বক্বর সিদ্দিক ফরহাদ ও আবুল হাসনাত ইমন, দপ্তর সম্পাদক সুপ্রিয় সেন।
উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।