মিলন মাহমুদ,সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধিঃ “চল যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে” এই স্লোগান সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী কনসার্ট ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, মাদকের সাথে কোন আপোষ নাই, মাদকের সাথে যেই জড়িত থাকুক কোন ছাড় নেই। পুলিশের পক্ষে একা মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। আসুন সবাই মিলে মাদককের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি ও মাদককে না বলি।
তিনি বলেন, মাদক একটি ভয়ংকর মরণ নেশা ও ব্যাধি, এটি যুব সমাজ ধংস করে। আপনার ছেলে-মেয়েকে মাদক থেকে দুরে রাখতে হলে বাবা-মাকে সচেতন হতে হবে। ছেলে-মেয়েদের প্রতি একটু খেয়াল রাখলে মাদক থেকে দুরে রাখা সম্ভব।
পুলিশ সুপার বলেন, অনেক মাদকাসক্ত মনে করেন আমি মাদক গ্রহণ করে করো ক্ষতি করিনা, তবে আপনি এখন হয়তো কারো ক্ষতি করেন না কিন্তু ভবিষ্যতে অবশ্যই করো ক্ষতি করবেন। তাই সবাইকে মাদক থেকে দুরে থাকতে হবে।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও বলধারা ইউপি চেয়ারম্যান আঃ মাজেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমত উল্লাহ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী মোল্লা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন,থানা অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান মিঞা, সিংগাইর ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুদ্দিন,জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাংগঠনিক সম্পাদক এ.বি.এম জনি প্রমুখ।
আলোচনাসভা শেষে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী পথিক হাসান ও চ্যানেল আই এর সেরা কণ্ঠশিল্পরা।