ব্রেকিং নিউজ

যে বিষয়ের উপর নির্ভর করছে টেস্ট সিরিজে অপুর খেলা

টেস্টে এখন পর্যন্ত অভিষেক ঘটেনি নাজমুল ইসলাম অপুর। তবে এইবার সিরিজের জন্য দল পেতে যাচ্ছেন নাজমুল অপু। অন্তত পক্ষে উইকেট স্পিন হওয়ার সম্ভাবনাই বেশি।

এই ব্যাপারে স্পিন কোচ বলেন ,’ ততক্ষণ পর্যন্ত না সুযোগ দেয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে বলতে পারবেন না কে কেমন করবে। তবে নাজমুলকে রেখে একাদশে তিন স্পিনার খেলান হবে কিনা, সেটা উইকেট দেখে বলবো। তবে খেলার সম্ভাবনাই বেশি।’

একাদশে মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম দুই স্পিনার হিসেবে থাকছেন সেটা অনেক খানিই নিশ্চিত। তৃতীয় স্পিনার হিসেবে যদি অপু খেলেন তাহলে তার অভিষেক ঘটার সম্ভাবনা বেশি।

Leave a Reply